ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাকে বদলি

39

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বড়কুঠি মহানগর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমান অফিসে বসে প্রকাশ্যেই সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নিতেন। এ অভিযোগে মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক আবদুল জলিল গত বৃহস্পতিবার তাকে বদলি করেন।

বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্যও জেলা প্রশাসক বোয়ালিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়াকে দায়িত্ব দিয়েছেন। রোববার বিকালে জেলা প্রশাসক আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নজরে আসার সাথে সাথে ওই কর্মকর্তাকে বাগমারা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের ভূমি অফিসে বদলি করা হয়েছে। তাঁর ব্যাপারে তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্যও সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

SHARE