রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা

22

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন পাঁচ নারী। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনার কেয়া ইসলাম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজশাহীর ড. সাঈদা আঞ্জু, সফল জননী পাবনার মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী জয়পুরহাটের মৌসুমি আকতার এবং সমাজ উন্নয়নে অবদান রাখা নারী রাজশাহীর মর্জিনা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল (ভার্চুয়ালি), মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন্নহার ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে, সংবর্ধনা অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ২৫ হাজার টাকার চেক, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এ বছর রাজশাহী বিভাগ থেকে যে ৫জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয় তারা হলেন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রাজশাহী জেলার ড. সাঈদা আঞ্জু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী রাজশাহী জেলার মর্জিনা পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পাবনা জেলার মোছা: কেয়া ইসলাম, সফল জননী নারী পাবনা জেলার মোছা: মনোয়ারা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী জয়পুরহাট জেলার মোছা: মৌসুমী আক্তার ।

SHARE