রাজশাহীতে ঘরের মেঝে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

32

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঘরের মেঝে থেকে জাকির হোসেন (৩৮) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাকিরের বাড়ি নগরীর কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায়। বৃহস্পতিবার সকালে নগরীর কাটাখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জাকিরের ঘরের বিছানার ওপর একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া গেছে। বিছানার ওপর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল রশি। ধারণা করা হচ্ছে, জাকির আত্মহত্যা করেছেন। পরে রশি ছিঁড়ে মরদেহ মেঝেতে পড়ে গেছে।

জাকির হোসেনের স্ত্রী আশা খাতুন জানান, কিছুদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিলেন তার স্বামী। বুধবার রাতে তিনি একাই ঘরে শুয়েছিলেন। সকালে ঘরে ঢুকে দেখেন, স্বামীর লাশ পড়ে আছে ঘরের মেঝেতে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর রশি ছিঁড়ে লাশ মেঝেতে পড়ে গেছে।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে তারা লাশটি উদ্ধার করেন। জাকিরের মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তারা মরদেহের ময়নাতদন্তই করাতে চাচ্ছিলেন না। তা-ও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

SHARE