প্রাইভেটকারে ফেনসিডিল, যুবক গ্রেপ্তার

24

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারের আরোহী মিনহাজুল ইসলাম সবুজকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামে সবুজের বাড়ি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ফেনসিডিল ও প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ নিয়ে মাদক আইনে একটি মামলা করে সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

SHARE