পুঠিয়ায় আ.লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

34

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান ও সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূ্ত্ের জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কয়েকজন বক্তব্য দেন। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় খুটিপাড়া এলাকার সাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিস কালাম গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার জেরে সকাল ১১টার দিকে পুনরায় এমপি ও সাবেক এমপি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিষয়ে রাজশাহী-৫ আসনের এমপি মনসুর রহমানের ‍মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আপনি যে বিষয়টি বলছেন ঘটনা এমন নয়। আমি শুনেছি, ছেলেদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে।

SHARE