স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চণ্ডিপুর প্রেসক্লাব মাঠে এ আয়োজন করে নগরীর রাজপাড়া থানা। এতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি কমিশনার আনিসুর রহমান।
অনুষ্ঠানে ৫০০ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে সকালে রাজশাহী পিটিআই হলরুমে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক, সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।