রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

46

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ সালের জন্য মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন কার্যালয়েই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন। এর আগেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর লালু। আর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুব আলী। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সহ-সাধারণ সম্পাদক রাশেদ আক্তার এবং ক্রীড়া ও দপ্তর সম্পাদক আজমল হক সুমন।

আর ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে আজাদ আলী, কোষাধ্যক্ষ পদে কোরবান আলী এবং কার্যনির্বাহী সদস্য পদে আলী আজম বেপারী। ফল ঘোষণার সময় রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান, সচিব হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

SHARE