সাবেক পুলিশ সদস্য রেজাউলের মৃত্যু

32

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পূর্ব মোল্লাপাড়া আলীগঞ্জ এলাকার বাসিন্দা সাবেক পুলিশ সদস্য রেজাউল ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

রেজাউল ইসলাম বর্তমানে নগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল হিসেবে অবসর গ্রহণের পর রেজাউল ইসলাম একটি ওষুধের কোম্পানীতে চাকরি নিয়েছিলেন। নগরীর বহরমপুর এলাকার হাশেম প্লাজায় দায়িত্বে ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর জানাযা শেষে রেজাউল ইসলামের মরদেহ দাফন করা হয়।

SHARE