সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সহযোগী সদস্যদের নিয়ে বছরব্যাপী ‘সাপ্তাহিক সেশন’ শুরু হয়েছে। একই ধারাবাহিকতায় তৃতীয় সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী কলেজ হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে এ কার্যক্রমের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
আরসিআরইউ সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে দ্বিতীয় সেশন পরিচালনা করেন এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান ও আরসিআরইউ’র সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব। তৃতীয় দিনে সেশনের বিষয় ছিল “ভিডিও সাংবাদিকতায় হাতেখড়ি”।
এসময় প্রধান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উপদেষ্টা দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সৈয়দ আলী আহসান।
এসময় অনুষ্ঠানে আরসিআরইউ প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, দপ্তর সম্পাদক সুজন হোসেন, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সৌরভ ইসলামসহ সহযোগী সদস্যবৃন্দ।