স্টাফ রিপোর্টার: রাজশাহীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ৩৩ বছর পর বসতভিটা ফিরে পেলেন আদিবাসী ভোলা মার্ডি ও তার পরিবার। শুক্রবার রাজশাহী জেলার জেলা প্রশাসকের নির্দেশে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান অভিযান পরিচালনা করে নির্মানাধীন অবৈধ স্থাপনা অপসারণ করে আদিবাসী পরিবারের নিকট জমিটি ফিরিয়ে দেন।
এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছে আমতলীপাড়া গ্রামের মৃত শ্যাম মার্ডির ছেলে ভোলা মার্ডি।গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বামলাহাল মৌজার ৯০১ দাগের ৩৪ শতক খাস জমি ভোলা মার্ডি নামক এক আদিবাসীকে ১৯৮৯-৯০ সালে বন্দোবস্ত দেওয়া হয়। ভোলার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ সারোয়ার জাহান ডাবলু ও স্থানীয় শাজাহানের সহযোগিতায় জায়গাটি জবর দখল করে আসছিলো। দুই-তিন সপ্তাহ আগে হঠাৎ আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তারা ভবন নির্মান কাজ শুরু করে।
সবুজ হাসান বলেন, এরপর ভোলা বিষয়টি নিয়ে অভিযোগ দেয় দেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানর বরাবর। আভিযোগ পাওয়ার সাথে সাথে রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করে নির্মানাধীন অবৈধ স্থাপনা অপসারণ করে আদিবাসী পরিবারের নিকট জমিটি ফিরিয়ে দেওয়া হয়েছে।