স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আকাইদ হোসেন দিপু (১৯)। রাজশাহীর চারঘাট উপজেলার বিজইর গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর বেলপুকুর থানার জয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, আকাইদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এগুলো বিক্রি করার জন্য আকাইদ নিজের কাছে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।
র্যাব আরও জানায়, এ ব্যাপারে আকাইদের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশে হস্তান্তর করা হয়। পরে শুক্রবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।