স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মাহতাব আলী (৪৫)। রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের বাসিন্দা তিনি।
শুক্রবার ভোররাতে র্যাব-৫, সদর কোম্পানীর একটি দল বাঘার আড়ানী বাজার দক্ষিণ মাথা সিএনজি ষ্ট্যান্ড তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।