স্টাফ রিপোর্টার: রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপপ্রেস সচিব সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ শোনেন এবং প্রধানমন্ত্রীর জনসভায় সাংবাদিকদের মিডিয়া কভারেজের জন্য প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিতকরণের আশ^াস দেন।
সভায় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।