উদ্বোধন হলো মডেল মসজিদ

37

স্টাফ রিপোর্টার: সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চ্যুয়ালি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। মোট ৫০টি মডেল মসজিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার মডেল মসজিদটিও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী নগরীর উপশহরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। রাজশাহী গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করেছে। চারতলা বিশিষ্ট সাড়ে ৪ হাজার বর্গমিটারের মসজিদের দুই ও তিন তলায় রয়েছে মূল নামাজ ঘর। একসঙ্গে দেড় হাজার জন নামাজ পড়তে পারবেন এখানে। নারী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে নামাজ-ওযুর আলাদা ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে রয়েছে হজ প্রশিক্ষণ ও হজ যাত্রীদের নিবন্ধের ব্যবস্থা। ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র ও ইসলামী লাইব্রেরির সঙ্গে থাকছে অটিজম কর্ণার। এছাড়াও মৃতদেহ গোসল করানো ও জানাজার নামাজের সুব্যবস্থা, গাড়ি পার্কিং, হিফযখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্র, সভাকক্ষ, দেশি-বিদেশি মেহমানদের জন্য ‘অতিথিশালা’ ও ইসলামিক বই বিক্রয় কেন্দ্রের মতো বিশেষ সুযোগ সুবিধা মিলবে এসব মসজিদে।

২০১৯ সালের ২ নভেম্বর নগরীর উপশহর এলাকার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিকভাবে মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল সাড়ে ১৬ কোটি টাকা। তবে আড়াই কোটি টাকা কম খরচে সাড়ে ১৩ কোটি টাকায় নির্মাণ কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ।

উদ্বোধন উপলক্ষে রাজশাহী প্রান্তেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬৪টির মধ্যে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫০টির মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন। এখানে শুধু নামাজ আদায় নয়, নামাজের সঙ্গে হিফজখানা থাকবে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজ প্রশিক্ষণ ও হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা, ইসলামী গবেষণা কেন্দ্র ও লাইব্রেরী, ইসলামিক বই বিতরণ কেন্দ্র, দেশি-বিদেশী অতিথিদের জন্য অতিথিশালা বা আবাসনের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। ইসলাম ধর্মের আচার-আচরণ সম্পর্কে, অতীত, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যারা অতিরিক্ত জানতে চান, তারা এখন থেকে সেই ধারণা গ্রহণ করতে পারবেন। ইসলাম নিয়ে যে অপতৎপরতা করা হয়, মানুষকে ভুল বোঝানো হয় এবং বিপদগামী করে জঙ্গি বা সন্ত্রাসবাদী করে তোলা হয়, এ সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো কার্যকর ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

SHARE