রাজশাহীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

23

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর দুটি দল সোমবার আলাদা দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামের ওবাইদুর রহমান (৩৮) ও গোদাগাড়ী উপজেলার আচুয়া গড়ের মাঠ এলাকার আল-মামুন (২৪)। মামুনের কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম ও ওবাইদুরের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড থেকে ওবাইদুরকে গ্রেপ্তার করা হয়। অপর একটি দল গোদাগাড়ীর উদপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় দুটি মামলা করা হয়েছে।

SHARE