স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তাদের ৩৬তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে সোমবার থেকে একমাসের এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
সকালে ভার্চুয়ালী উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল। রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রশিদ এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম।