স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৯ কেজি ৪২ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম হামিদুল হক রাজা (৬৩)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমথ গ্রামে তার বাড়ি। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যায় নগরীর উপশহর এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, এ ব্যাপারে হামিদুলের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।