স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আয়োজিত তিন দিনের সাহিত্য ও সংস্কৃতি মেলা শেষ হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরী। রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এই উৎসবে সেলিনা হোসেন ও অমরেশ রায় চৌধুরীকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের আবহমান সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকতে হবে। রাজশাহী জেলা প্রশাসনের এ আয়োজন অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম। সমাপনী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম। এ সময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন।