স্টাফ রিপোর্টার: তিন দিন ধরে সাহিত্য ও সংস্কৃতি মেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার সন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ ও যাত্রাপালা ঈসা খাঁ মঞ্চস্থ হয়েছে।
এর আগে বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি ও কবিতার সংগঠন-কবিকুঞ্জ, দৃষ্টি সাহিত্য সংসদ, রাজশাহী লেখক সংঘ ও স্থানীয় মোট ৪৮ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
কবিতা পাঠ শেষে বাংলাদেশ যাত্রা ফেডারেশন-রাজশাহীর পরিবেশনায় যাত্রাপালা ‘ঈসা খা’ঁ মঞ্চস্থ হয়। এর আগে কবিতা পাঠ শেষ কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার স্থানীয় কবি-সাহিত্যিকদের উজ্জ্বীবিত করার জন্য সরকারের এই উদ্যেগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা উপস্থিত ছিলেন। শনিবার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ দিন বিকালে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া থাকবে পল্লীগীতি, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানের আসর।