বাগমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

24

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম টুকু হোসেন (৩২)। বাড়ি বাগমারার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামে।
বৃহস্পতিবার সকালে বাগমারার মাদারীগঞ্জ-মচমইল সড়কের দুবিলা নামক স্থানে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান টুকু। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন টুকু। পথে অটোরিকশার সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।#

SHARE