রাজশাহীতে মাদকসহ যুবক গ্রেপ্তার

20

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম উজ্জল হোসেন (৩২)। রাজশাহীর চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম নাজির সরকার। উজ্জলের কাছ থেকে ২৬৮ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল বড়ি জব্দ করা হয়েছে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পুঠিয়া উপজেলার বানেশ^র বাজার এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

SHARE