স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেবঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগেরভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রমুখ।
বেলা ১১টায় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলর-কর্মকর্তারা।
এরপর বঙ্গবন্ধু, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো.নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ অন্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।