স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভারতের চেন্নাইয়ের মিয়ট ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নগরীর একটি হোটেলে মিয়ট হাসপাতালের উন্নত স্বাস্থ্যসেবা ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নিউরো সার্জারি বিষয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী রহমান লাইফ সলিউশন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার দিক থেকে স্বর্গরাজ্য ভারত। এই ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। তাদের সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। তবে ভারতের থেকে স্বল্প গতিতে, এটাই বাস্তবতা। তিনি আরও বলেন, আমরা উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। চেন্নাইয়ের মিয়ট হাসপাতাল আমাদের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি মিয়টে চিকিৎসা সেবা নিতে যাওয়ার ক্ষেত্রে রাজশাহীবাসীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ সুবিধা দেয়ার আহ্বান জানান।
রহমান লাইফ সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেন্নাইয়ের মিয়ট হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের পরিচালক ডা. ঋষিকেষ সরকার। বিশেষ অতিথি ছিলেন মিয়ট অর্থোপেডিকস এবং ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র অর্থোপেডিক সার্জন ডা. উমেশ কুমার সিং। এর আগে সোমবার ও আগের দিন রোববার রহমান লাইফ সলিউশন রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।