রাজশাহীতে দরিদ্রদের কম্বল ও চিকিৎসা দিল বিজিবি

31

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়ন মঙ্গলবার এর আয়োজন করে।

সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে ৫০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের দেওয়া এসব কম্বল বিতরণ করেন ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ।

কম্বল বিতরণের পর একই স্থানে বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।মেডিকেল ক্যাম্পেইনে রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার ডা. মুশাব্বির আহম্মেদ ১০০ জন পুরুষ এবং ১৭৭ জন নারীকে চিকিৎসা সেবা দেন। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় তাদের।

SHARE