স্টাফ রিপের্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের আমন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিদায়ী কমিশনার আবুল কালাম আজাদ তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার দুপুরে উপাচার্যের দপ্তরে যান আরএমপি কমিশনার।
এ সময় উপাচার্য দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান। উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কমিশনার তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্য উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
পরে উপাচার্য কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।