রাজশাহীতে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন

34

স্টাফ রিপোর্টার : নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি কক্ষে এক সভায় ভোটের মাধ্যমে এই ফোরাম গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও কমিটির সদস্য সচিব শবনম শিরিন সঞ্চালনা করেন।

ফোরাম নির্বাচন পরিচালনা করেন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। সভায় নারী জনপ্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুনকে এবং চারঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

এছাড়া দুর্গাপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগমকে সহ-সভাপতি ও তানোর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

ফোরামের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, বাগমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চারঘাট উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য রিনা পারভীন, গোদাগাড়ী উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য রুবিনা খাতুন, তানোর উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য জামেলা বেগম, দুর্গাপুর উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার ও রুপালি খাতুন।

নির্বাচনের পর কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান।

SHARE