স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া এক প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর ভবানীগঞ্জ এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি তাদরেকে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার দুজন হলেন- রাশেদুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী তানিয়া খাতুন (২৬)। তাদের বাড়ি নওগাঁয়। গত তিন মাসে ভবানীগঞ্জ এলাকার অন্তত ১৬ নারী তাদের প্রতারণার শিকার হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান।
তিনি বলেন, মাঝবয়সী ও বৃদ্ধ নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নিতেন এই দম্পতি। তারা নকল স্বর্ণের বারের বিনিময়ে নারীদের স্বর্ণালংকার নিয়ে সটকে পড়তেন। প্রতারণার শিকার এক নারী সোমবার সন্ধ্যায় ভবানীগঞ্জ এলাকায় তাদের ধরে ফেলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দুজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, তানিয়া ও রাশেদুল প্রতারণা করার পাশাপাশি কখনও কখনও ছিনতাইও করতেন। তাদরে কাছে থেকে কিছু নকল স্বর্ণের বার ও প্রতারণা করে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে এদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।