রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

28

স্টাফ রিপোর্টার : ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ শ্লোগানে রাজশাহী থিয়েটারের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নানা আয়োজনে দিনটি উদযাপন করেন রাজশাহীর নাট্যকর্মীরা। এ উপলক্ষে বিকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে নাট্যকর্মীদের আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনে এবং ‘গুজব গপ্পো’ নাটকের খণ্ডাংশ মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার। পরিচালনায় ছিলেন সাংস্কৃতিককর্মী কামার উল্লাহ সরকার।

এর আগে শোভাযাত্রায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাট্যজন মলয় ভৌমিক, রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকার, রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায় প্রমুখ।

SHARE