স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী জেলা তথ্য অফিস সোমবার এ আয়োজন করে।
জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধ-৭১ এর সেক্টর কমান্ডারস ফোরামের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, সাহসিকতার প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এ দেশের আপামর জনসাধারণকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এ দেশের সাধারণ মানুষ নেপথ্যে থেকে বীর মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে, প্রেরনা দিয়েছে। আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল এখনো সক্রিয়। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নিজের দেশকে ভালোবাসতে হবে। জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মো. মারুফ হোসেন, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শাহমখদুম টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ ফাজলে রাব্বি আরেফিন, রাজশাহী কমার্স কলেজের অধ্যক্ষ আরিফ ফারহান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। আলোচনার শুরুতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।