সাংবাদিকদের ধন্যবাদ দিলেন আরএমপির বিদায়ী কমিশনার

25

স্টাফ রিপোর্টার: পুলিশের সব ইতিবাচক খবরাখবর জাতির কাছে তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিদায়ী কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেছেন, ‘আরএমপি এখন জনগণের পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত। পুলিশের সঙ্গে জনগণ সম্পৃক্ত হয়েছে ইতিবাচক খবরের কারণে। আর এই কাজটি করেছেন সাংবাদিকরা।

সোমবার সকালে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সাক্ষাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিকরা পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সময়কালে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় শহরকে নজরদারিতে আনা, সাইবার ক্রাইম ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব চালু, কিশেঅর গ্যাং ডাটাবেজ গঠন, থানায় থানায় শৃঙ্খলা আনতে একযোগে ৬০০ জনের বদলি, করোনাকালে মানুষকে অক্সিজেন সেবা দেওয়াসহ তাঁর গৃহিত নানা প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরেন।

পরে সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকও সাংবাদিকদের ধন্যবাদ জানান। এর আগে অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক শ.ম সাজু, সৌরভ হাবিবসহ আরও অনেকে বক্তব্য দেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরএমপির ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবু কালাম সিদ্দিক ২০২০ সালের সেপ্টেম্বরে আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি আনিসুর রহমানকে আরএমপির কমিশনার করা হয়েছে।

SHARE