স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৭১এর চেতনায় বিশ^াসী, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী সামাজিক সংগঠন সনেটো ক্লাবের উদ্যোগে ৩০০ অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর বেলদারপাড়া মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সনেটো ক্লাবের সভাপতি কিশোর দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।
সঞ্চালনায় ছিলেন, সনেটো ক্লাবের সাইদ হাসান ভুট্টু ও শামসুজ্জামান সাম্মুর।
এসময় উপস্থিত ছিলেন, সনেটো ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহবাজ উদ্দিন বাদশা, নওশাদ, রবিন, আরজু, হান্নান, ফারুক, ইসুক প্রমুখ।