রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

40

স্টাফ রির্পোটার : রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তার নাম মো. আল-আমিন (২৪)। রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়া গ্রামে তার বাড়ি।

আল-আমিনের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিলেন আল-আমিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

SHARE