বাগমারায় ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

37

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা একটার সময় বাগমারা প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার বাগমারা উপজেলা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক (একাডেমিক) সুপার ভাইজার আব্দুল মুমীত।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সহ-সভাপতি নুর কুতুবুল আলম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আবু বাক্কার সুজন, সামসুজ্জোহা মামুন, আকবর আলী, নাজিম হাসান, আব্দুল মতিন, ফারুক হোসেন, রতন কুমার, ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ভবানীগঞ্জ ড্রাগ সমিতির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাফু, ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মুকুল হোসেন, কলেজ ছাত্র মাসুদুর রহমান দিগন্ত, স্কুল ছাত্র মুকতাদির রহমান ডট প্রমূখ।

সভায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাফল্য এবং পত্রিকার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। শেষে ইত্তেফাকের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

SHARE