স্টাফ রির্পোটার : রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় মানবকল্যাণ পরিষদের ‘পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে। জঙ্গিরা বিভিন্ন ব্যানারে কাজ করে। তাদের প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের যুব সমাজ যেন জঙ্গিবাদে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরদিকে কেউ জঙ্গিবাদে জড়িয়ে পড়লে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মোটিভেশন করতে পারলেই এ ধরণের সেমিনার সার্থক হবে। শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।’
অনুষ্ঠানে সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দেয় মানবকল্যাণ পরিষদ ও কমিউনিটি পুলিশিং ফোরামের রাজশাহী মহানগর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক, সামসুন নাহার, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ এবং এশিয়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।