স্টাফ রির্পোটার : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের নানা পণ্যের প্রদর্শনী। রাজশাহী জেলা শিশু একাডেমি মাঠে এ আয়োজন করা হয়েছে।
এর আয়োজক বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউণ্ডেশনের রাজশাহী বিভাগ। এই উদ্যোক্তা সম্মেলন ও প্রদর্শনীতে রাজশাহী বিভাগের আট জেলা থেকে ৬৭ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাঁদের স্টলে স্টলে আছে হাতের কাজ করা নারীদের পোশাক, আচার থেকে শুরু করে নানান কিছু।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তা সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক তাঁর সহধর্মিনী তাহমিনা রহমান শিশিরকে সাথে নিয়ে মেলার স্টল ঘুরে দেখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, বিসিকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, উদ্যোক্তা উন্নয়ন ফাউণ্ডেশনের রাজশাহী বিভাগের আহ্বায়ক লায়লা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
লায়লা নাসরীন জানান, ছোট ছোট নারী উদ্যোক্তারা শুধু অনলাইনেই নিজেদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেন। বড় পরিসরে তারা নিজেদের তুলে ধরার সুযোগ পান না। সেই সুযোগ তৈরি করতেই এই উদ্যোক্তা সম্মেলন ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্রেতারা সরাসরি এসে তাদের পছন্দের পণ্য দেখে কিনতে পারছেন। মোট পাঁচদিন এই প্রদর্শনী চলবে। এরমধ্যেই আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্যোক্তা সম্মেলন।