রাজশাহী বিভাগের ১৯৭ কিলোমিটার সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

29

স্টাফ রিপোর্টার: দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাজশাহী বিভাগের ১৯৭ কিলোমিটার সড়ক রয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রাজশাহী সড়ক বিভাগ জানিয়েছে, এ দিন রাজশাহী জেলায় ২১ কিলোমিটার, নাটোরে ৫ দশমিক ৪৫ কিলোমিটার, সিরাজগঞ্জে ৩৩ দশমিক ৬৬ কিলোমিটার, নওগাঁয় ৩৭ কিলোমিটার, বগুড়ায় ৬৪ দশমিক ২৮ কিলোমিটার এবং জয়পুরহাটে ৩৫ দশমিক ৪৮ কিলোমিটারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজ কার্যালয় থেকে যুক্ত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহা. নাহিনুর রহমান প্রমুখ।

SHARE