প্রাক বড়দিন উৎসব উদযাপন

22

স্টাফ রিপোর্টার: রাজশাহী পবা উপজেলার ওমরপুরে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রাক বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

বিশেষ অতিথি ছিলেন জ্যোতি কমিউনিকেশনের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার দিলীপ এস কস্তা, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার বিশ^নাথ মারান্ডি, ফাদার সাগর কোড়াইয়া, সিস্টার বীনা রোজারিও ও কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম।

রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল রোজারিওর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কমিউনিকেশন পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে প্রাক বড়দিন অনুষ্ঠানের কেক কাটা হয়। অতিথিদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

SHARE