মেসি শ্লোগানে মুখর হয় রাজশাহী

47

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর লিওনেল মেসির হাতে ধরা দিয়েছে স্বপ্নের সোনালী ট্রফি। কাতার বিশ^কাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ^চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ^ জয়ে বিজয়োল্লাসে মেতেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিজয় মিছিল বের করে মেসিভক্তরা। মিছিলটি ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় সমর্থকেরা প্রিয় দল ও মেসির নামে নানা ধরনের স্লোগান দিতে থাকে।

এর আগে রোববার বিশ^কাপের ফাইনাল খেলা বড় পর্দায় দেখায় ব্যবস্থা করে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ^বিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষার্থীরা ফাইনালটি উপভোগ করেন। সেখানে ছিল কয়েক হাজার ফুটবলপ্রেমীর জমায়েত। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) কার্যালয়েও ছিল ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড়। খেলায় আর্জেন্টিনার গোলের সময় উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকেরা একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তারা- ‘ধরি ধরি ধরি না, ধরলে পরে ছাড়ি না’, ‘হই হই রই রই, ফ্রাজিল গেল কই’ ইত্যাদিসহ প্রিয় দলের নামে স্লোগান দিতে থাকে। এছাড়াও ছোট ছোট দলে বিভক্ত হয়েও উল্লাসে মেতে ওঠেন মেসিভক্তরা।

আর্জেন্টিনার বিশ^জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রানা হামিদ বলেন, ‘২০১৪ বিশ^কাপের ফাইনালে যখন আর্জেন্টিনা হেরে যায় তখন অনেক কষ্ট পেয়েছি। হয়তো লিওনেল মেসি আরও বেশি কষ্ট পেয়েছেন। এরপর পরপর দুবার কোপা আমেরিকার ফাইনালে হার আমরা সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। তবে এবার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেসি সার্থক লিজেন্ডের কাতারে স্থান করে নিয়েছেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান খান বলেন, ‘বিশ^কাপের শুরু থেকেই আমাদের একটা আত্মবিশ^াস ছিলো। কারণ আমাদের একজন লিওনেল মেসি আছে। আর দলের প্রত্যেক খেলোয়াড়ই তার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করে গেছেন। সর্বোপরি আমরা বিজয়ী হয়েছি। আর মেসির কথা বলতে গেলে মেসির প্রাপ্তির কোনো কমতি ছিল না। শুধু একটা বিশ^কাপের আক্ষেপ ছিল এতদিন। সেটাও পূর্ণ হলো। এই ট্রফি মেসিকে অমরত্ব দিয়েছে।’

SHARE