স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ জন শিক্ষার্থী বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি পেয়েছেন। সোমবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, দেশের দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। যে দেশ কারিগরি শিক্ষায় যত বেশি দক্ষ, সেই দেশ তত উন্নত। তাই মেধার স্বীকৃতি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ড এই বৃত্তি চালু করেছে। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো বেশি আগ্রহী ও মনোযোগী হয়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- রাজশাহী সিভিল টেকনোলজি ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. রশিদুল আমিন, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক।
উল্লেখ্য, পরীক্ষার ফলাফল সিজিপিএ’র ভিত্তিতে প্রথমবারের মতো সব বিভাগীয় শহরে একযোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে রাজশাহী বিভাগে বিভিন্ন ট্রেড ও প্রতিষ্ঠানের ৬৮ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসএসসি ভোকেশনাল, এইচএসসি-বিএম, দাখিল ভোকেশনাল, ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন এগ্রিকালচারের শিক্ষার্থীদরা বৃত্তি পাচ্ছেন।
এছাড়াও কারিগরি শিক্ষার বেসিক কোর্সে ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছেন। পাশাপাশি ডিপ্লোমা ইন কমার্স, এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, সিএমইউ ও ডিপ্লোমা ইন ট্যুরিজমের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হচ্ছে।