স্টাফ রিপোর্টার: আর্জেন্টিনার পক্ষে শ্লোগানে শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস মাতিয়েছেন আর্জেন্টিনা সমর্থকেরা। ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রোববার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে নানা শ্লোগান দেন তারা।
মিছিলের আগে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা টুকটাকি চত্বরে জড়ো হন। তারা একটা মাঝারি আকারের খাসি নিয়ে আসেন। খাসির গলায় জড়িয়ে দেন আকাশী সাদা পতাকা। পরে ছাগলটিকে ঘিরে শুরু হয় স্লোগান, নাচানাচি। খাসিটি সামনে নিয়ে পুরো ক্যাম্পাসে ঘোরেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুর জানান, বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সে ধারাবাহিকতায় আইন বিভাগের পক্ষ থেকে খাসিটি কেনা হয়েছে। রাতে জবাই করে পিকনিক করা হবে। যারা খেলা দেখতে যাবেন তাদের খাওয়ানো হবে।
এর আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রার ছবি আপলোড করে। এতে ভক্তরা খুবই উচ্ছ্বসিত হন।