স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কেক ও ফিতা কেটে ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী প্রস্তরও উন্মোচন করেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল খালেক, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ, র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহারিয়ার, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মাইনুল কবির, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে এ উপলক্ষে শহরে একটি বর্নাঢ্য র্যালিও বের করা হয়। র্যালিতে অতিথিবৃন্দ ছাড়াও পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক রশীদুল হাসান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক, সামসুন নাহার, কমিউনিটি ব্যাংকের রাজশাহীর চিফ বিজনেস অফিসার ইয়াসের নূর প্রমুখ অংশ নেন।