তিন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো রাজশাহী কলেজ

33

স্টাফ রিপোর্টার: তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মননা জানিয়েছে রাজশাহী কলেজ। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন বীর মুক্তিযোদ্ধা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী। কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহা. আব্দুল খালেক তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান ও শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

SHARE