পাঁচ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

30

স্টাফ রিপোর্টার: অপহরণের পাঁচ মাস পর রাজশাহীর বাগমারা উপজেলার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব‌। বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে এবাদুল রহমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত এমদাদুল রহমানের বাড়ি বাগমারার খামারগ্রাম উত্তরপাড়া গ্রামে। র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফনেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অভিযুক্ত এবাদুল রহমান ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। মেয়েটি কুপ্রস্তাবে রাজি না হলে এমদাদুল তাকে অপহরণ করার হুমকি দেয়। একপর্যায়ে গত ১৩ জুলাই এবাদুল রহমান তার সহযোগীদের সহায়তায় স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা মামলা করেন এবং বিষয়টি র‌্যাবকে জানান।

পরে র‌্যাব তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামি নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থান করছে। বুধবার রাতে র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ দল অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আসামিকেও গ্রেপ্তার করা হয়। তাকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

SHARE