পাসপোর্টে ‘ইরাকি সিল’ না মারতে ম্যাচ বাতিল করলো কোস্টারিকা

56

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মোড়কে বিশ্বকাপের প্রস্তুতি সারছে দলগুলো। তারই অংশ হিসেবে ইরাকের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কোস্টারিকার। তবে ইরাকে প্রবেশ করতে নিজেদের পাসপোর্টে দেশটির ইমিগ্রেশন সিল মারতে চায়নি কোস্টারিকা। আর সিল ছাড়া লুইস ফার্নান্দো সুয়ারেজের দলকে নিজেদের দেশে প্রবেশ করতে দেয়নি ইরাক। যেকারণে দুই দলের মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে।

বিশ্বকাপের আগে কুয়েতে ক্যাম্প করছে কোস্টারিকা। সেখান থেকে স্থল পথে ইরাক গিয়ে দেশটির বসরা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে ম্যাচ খেলার কথা ছিল কোস্টারিকার। ইএসপিএনের খবর, বুধবার রাতে স্থল পথে কুয়েত-ইরাক সীমান্তে পৌঁছায় কোস্টারিকা দল। নিয়ম অনুযায়ী দলটির খেলোয়াড় এবং কর্মকর্তাদের পাসপোর্টে ইরাকি ইমিগ্রেশনের সিল মারতে হতো। কোস্টারিকান ফুটবল ফেডারেশনের (এফসিআরএফ) বিবৃতিতে বলা হয়, ‘পাসপোর্ট সিল না মারার বিষয়ে যে সমঝোতা হয়েছিল, সেটি রক্ষা করা হয়নি। এই কারণে ইরাকে প্রবেশ না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং ম্যাচটি বাতিল করা হয়েছে।’

এফসিআরএফ মুখপাত্র জিনা এসকোবার ভাষ্য মতে, দুই দেশের সরকার আগেই একমত হয়েছিল যে পাসপোর্ট ছাড়াই কোস্টারিকাকে ইরাকে প্রবেশ করতে দেয়া হবে।

কিন্তু সীমান্তে যাওয়ার পর সেটি মানা হয়নি।

পাসপোর্টে ইরাকি ইমিগ্রেশন সিল মারার সমস্যা প্রসঙ্গে এসকোবার বলেন, ‘ইরাকের মতো দেশগুলোতে প্রবেশ এবং পাসপোর্টে সিল থাকা ভবিষ্যতে অন্য দেশে প্রবেশে সমস্যা তৈরি করতে পারে। অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। আমাদের তখন জিজ্ঞেস করা হতে পারে ইরাকে কেন গেছেন। এ ধরনের সমস্যা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’

২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২৩শে নভেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে কোস্টারিকা। ‘ই’ গ্রুপে দলটির বাকি দুই প্রতিপক্ষ জাপান ও জার্মানি।

SHARE