রাজশাহীতে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

65

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১ হাজার ৮০০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হৃদয় ইসলাম (২২)। রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর আন্দারীপাড়া গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হৃদয়ের বাড়িতে ইয়াবা থাকার খবর পেয়ে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযানে যায়। এ সময় হৃদয় বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধরে ফেলেন। পরে হৃদয়ের শয়নকক্ষে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হৃদয়ের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

SHARE