এইচএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২১৫৮ শিক্ষার্থী

71

স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২ হাজার ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। রোববার পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলার ২০১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে ১ লাখ ২৪ হাজার ৯৫৫ জন পরীক্ষা দিয়েছে। অনুপস্থিত ছিলো ২ হাজার ১৫৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।

সকালে পরীক্ষা শুরুর পর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা ও রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম রাজশাহী সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। চেয়ারম্যান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা শেষ হয়েছে।

SHARE