স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৮০ লিটার নেশাজাতীয় দ্রব্য অ্যালকোহল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অ্যালকোহল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় এ অভিযান চালায় নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফয়জুল ইসলাম (৩৮)। কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা জগতি গ্রামের বাসিন্দা তিনি। রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় একটি বাসায় তিনি ভাড়া থাকেন। সে বাড়িতে অভিযান চালিয়েই বিপুল পরিমাণ এই অ্যালকোহল উদ্ধার করেছে পুলিশ।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফয়জুল তাদের জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরেই তিনি অবৈধভাবে অ্যালকোহল বেচা-কেনা করে আসছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা অ্যালকোহলের আনুমানিক মূল্য চার লাখ ৮৩ হাজার টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।