রাবিতে ভর্তির মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার ১৮-২০ অক্টোবর

60

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা কোটার নির্বাচন কমিটির সদস্য সচিব এম তারেক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার আগামী ১৮ থেকে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এবারের সাক্ষাৎকারে ১ হাজার ৭৮৮ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি অংশ নেবে। প্রথম দিন ১৮ অক্টোবর ক্রমিক নং ১- ৫৯৬, দ্বিতীয় দিন ১৯ অক্টোবর ক্রমিক নং ৫৯৭-১১৯২ এবং ২০ অক্টোবর ১১৯৩-১৭৮৮ রোল নম্বরের সাক্ষাতকার নেওয়া হবে। ভর্তিচ্ছুদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

SHARE