স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মানিক হোসেন (৩২)। নগরীর ডাঁশমারী পূর্বপাড়া মহল্লায় তাঁর বাড়ি।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় নেশাজাতীয় ট্যাপলেট ট্যাপেন্টাডল বিক্রির জন্য অপেক্ষা করছিলেন মানিক। এ সময় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ট্যাপেন্টাডলের মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান আরেফিন জুয়েল।