স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম হযরত আলী (২০)। জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর মহিষালবাড়ি মহল্লায় তাঁর বাড়ি।
রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার সকালে হযরতকে গ্রেপ্তার করে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে হযরতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।